কলকাতার ৫ টি সেরা হাসপাতাল : 5 best hospitals in Kolkata

কলকাতার ৫ টি সেরা হাসপাতাল : 5 best hospitals in Kolkata

1 Feb 2022 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

  • এক ছাতার তলায় সমস্ত মেডিকেল পরিষেবা পাওয়ার জন্য আমরা দক্ষিণ ভারতকেই প্রথমে রাখি। তবে আজকাল স্বাস্থ্য বিশ্বায়নের বাজারে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। এখন কলকাতায় আছে এমন কিছু সেরা হাসপাতাল যেখানে আমি পেয়ে যাবেন সেরা স্বাস্থ্য পরিষেবা, তাও আবার উপযুক্ত অর্থের বিনিময়ে। 

Fortis Hospital:

  • বর্তমানে এই বেসরকারি হাসপাতাল তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একদম প্রথমের সারিতে।

 

বৈশিষ্ট্য:

 

  • এই বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা NABH দ্বারা স্বীকৃত এবং এতে ৪০০ এর বেশি বেড রয়েছে। 
  • ICU,MICU, CCU পরিষেবা দেওয়া হয় এখানে। 
  • ২৮ টি ডায়ালায়াসিস ইউনিট রয়েছে 
  • আপদকালীন ঘটনার জন্য রয়েছে ২৪ ঘন্টা চিকিৎসা ব্যবস্থা এবং আম্বুলেন্স পরিষেবা
  • এছাড়াও আছে ব্লাড ব্যাঙ্ক, বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ডায়াগনষ্টিক সেন্টার ইত্যাদি 

ঠিকানা: 730, Anandapur, E.M Bypass Road, Kolkata , West Bengal – 700107

Apollo Gleneagles Hospitals:

  • এটি রাজ্যের একটি সেরা মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। বহু বছর থেকেই এই হাসপাতাল তাদের উন্নত পরিষেবা দিয়ে রাজ্যের মানুষদের সাহায্য করছেন। 

 

বৈশিষ্ট্য: 

 

  • এটি কলকাতার একমাত্র হাসপাতাল যেটি JCI দ্বারা স্বীকৃত। 
  • এই হাসপাতালে ৫০০+ বেড আছে। 
  • এই হাসপাতালের ফার্মেসি, রেডিওলজি বিভাগ এবং গবেষণাগার বিভাগ ২৪×৭ সময় অর্থাৎ সারা দিন ও রাত খোলা থাকে।
  • ত্রি-ডি ছবি পাওয়ার জন্য এখানে দা ভিঞ্চি রোবোটিক সিস্টেম ব্যবহার করা হয়। 
  • এই হাসপাতালের গবেষণাগার NABL দ্বারা স্বীকৃত।

ঠিকানা: Kadapara, Phool Bagan, Kankurgachi, Kolkata, West Bengal 700054

 

Ruby General Hospital:

  • প্রথম বেসরাকরি হাসপাতাল হিসেবে এই হাসপাতালের ৪০০ এর বেশি বাইপাস সার্জারি ১০০% সফলতার সাথে করার বিরল কৃতিত্ব আছে। কলকাতার সেরা হাসপাতালের মধ্যে এটি অন্যতম। 

 

বৈশিষ্ট্য:

 

  • এই হাসপাতালে ৪২ টির বেশি মাল্টি স্পেশালিস্ট বিভাগ আছে। 
  • ৫০ এর বেশি সিনিয়র ডাক্তার এবং ২০০ এর বেশি অভিজ্ঞ কনসালটেন্ট এই হাসপাতালে পরিষেবা দেয়। 
  • ২৪×৭ ধরে আপদকালীন বিভাগ, অপারেশান থিয়েটার, ফার্মেসি এবং বাকি সব বিভাগ খোলা থাকে। 
  • এটি পূর্ব ভারতের প্রথম বেসরকারি হাসপাতাল যেটি  ISO 9001:2008 দ্বারা স্বীকৃত।
  • বয়স্ক রোগীদের এবং স্থানীয় রোগীদের ক্ষেত্রে  বাড়ি বাড়ি  ওষুধ দেওয়ার ব্যবস্থাও করে এই হাসপাতাল।

ঠিকানা: 576, Anandapur Main Rd, Golpark, Sector I, Kasba, Kolkata 700107

 

CMRI (Calcutta Medical Research Institute Hospital):

  • শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, আমাদের প্রতিবেশী দেশের মানুষরা এখানে আসে এই হাসপাতালের উন্নতমানের পরিষেবার জন্য। বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে প্রায় রোগীরা আসে এখানে। 

বৈশিষ্ট্য: 

 

  • এই হাসপাতালে দেশীয় চিকিৎসকের পাশাপাশি অনেক অভিজ্ঞ বিদেশীয় চিকিৎসক আছে। 
  • এই মাল্টি স্পেশালিটি হাসপাতালে ৪০০+ বেড আছে। 
  • আপদকালীন চিকিৎসার জন্য ১০০+ এমার্জেন্সি বেড আছে। 
  • উন্নত প্রযুক্তিযুক্ত অপারেশান থিয়েটার এবং ব্লাড ব্যাঙ্ক আছে এই হাসপাতালে।  
  • ২৪×৭  আপদকালীন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আছে আম্বুলেন্স ব্যবস্থা।

ঠিকানা: 7, 2, Diamond Harbour Rd, New Alipore, Kolkata, West Bengal 700027

 

Columbia Asia:

  • উন্নত ও মানবিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতাল অল্পদিনের মধ্যেই কলকাতার তথা রাজ্যের সেরা বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে প্রথমের সারিতে চলে এসেছে।

বৈশিষ্ট্য:

 

  • এই হাসপাতালে ১০০+ বেড আছে। তবে পরিবর্তীকালে বেড সংখ্যা আরো বাড়ানো হবে। 
  • এখানে টেলিমেডিসিন এবং টেলিরেডিওলাজি পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে। 
  • ২৪ ঘন্টা ফার্মাসি, আম্বুলেন্স, ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার, এবং ডেলিভারি ব্যবস্থার মতো পরিষেবা দেওয়া হয়।
  • ক্যানসার পরীক্ষার জন্য ক্যানসার স্ক্রিনিং এবং উচ্চ রক্তচাপ স্ক্রিনিং এর ব্যবস্থা আছে।

ঠিকানা: IB-193, Broadway Rd, IB Block, Sector III, Bidhannagar, Kolkata, West Bengal 700106

#bengali

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.